দুপুরটা একসাথে ছিলে...বিজ্ঞান গ্রন্থাগারেও নিয়ে গেলে। অথচ একবারের জন্যও জানতে দিলে না,আজকে তোমার জন্মদিন ছিলো। কাগজ খুঁজছিলে, ভালো কাগজ না পেয়ে একটা রোল করা কাগজেই যেন তেন একটা কলম দিয়ে লুকিয়ে লুকিয়ে কি যেন লিখলে, কঠিন ভাবে নিষেধ করলে বাসায় যাওয়ার আগ পর্যন্ত যেন না দেখি। আমি এখন আর খুব পরিস্কার করে মনে করতে পারি না...কখন দেখেছিলাম! তবে যখন দেখেছিলাম তখন আর তোমাকে শুভেচ্ছা জানানোর মতো সুযোগ তুমি আমার জন্য রাখনি।
আমি এখন বেলুন ফুলাবো...
মোম জ্বালাবো...
এবং একা একাই কেক কাটবো...
আর ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে গান শুনবো...
অনেক দূরে থাকলেও অনেক ভালো থেকো সব সময়।
শুভ জন্মদিন।।
মোম জ্বালাবো...
এবং একা একাই কেক কাটবো...
আর ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে গান শুনবো...
অনেক দূরে থাকলেও অনেক ভালো থেকো সব সময়।
শুভ জন্মদিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন